ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে দেশজুড়ে ইনোভেটিভ মেডিকেল সার্ভিস পৌঁছে দিতে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (এইচপিএল) সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন।
এ চুক্তির অধীনে এইচপিএল’র কর্মীরা গ্রামীণফোনের নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার সুবিধা গ্রহণ করবে। এ দু’টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার ফলে এইচপিএল’র কর্মীরা এখন থেকে ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের অফিসের সব বাহনে ভিটিএস ব্যবহার করবে, এইচপিএল ডিস্ট্রিবিউশন হাউজে ডব্লিউটিটিএক্স (২৮) দেয়া হবে এবং তাপমাত্রা পরিমাপক সফটওয়্যার, ডিভাইস সহ সময়পোযোগী নানা ফিচার ব্যবহার করবে এইচপিএল। 
এছাড়াও, গ্রামীণফোন অদূর ভবিষ্যতে স্বনামধন্য এ ফার্মাসিউটিক্যালসকে ক্লাউড স্টোর সার্ভিস সহ নানা সেবা দিবে  গ্রামীণফোন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ এবং হেলকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ  ডিরেক্টর, এসঅ্যান্ডএ এম এইচ মুর্তজা। 
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের  সিইও মো. হালিমুজ্জামান সহ প্রতিষ্ঠান দু’টির উচ্চপদস্থ কর্মকর্তাগণ। এ পার্টনারশিপের ফলে দেশের ওষুধ খাতের উন্নয়নে গ্রামীণফোন নিজেদের দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনীর মাধ্যমে বিশেষ ভূমিকা রাখবে এবং সহজ সমাধানের মাধ্যমে এইচপিএল এখন আরও সহজে কার্যক্রম পরিচালনা করতে পারবে। যা পরিশেষে বিশাল জনগোষ্ঠীকে উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণের সুযোগ করে দিবে। 
দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি  ব্যবসায়িক উদ্দেশ্যর বাইরে গিয়ে বহুল আকাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে  সহায়তা করবে। চুক্তি স্বাক্ষরের পর গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্ক কাভারেজ, বিক্রয় পরবর্তী সেবা, টেলিকমিউনিকেশন সল্যুশন, ডিজিটাল সেবা এবং এ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        