লাবিব গ্রুপের কৃষিপণ্য ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার ‘আলমগীর র্যাঞ্চ লিমিটেড’-এর বোর্ডবাজার সেলস্ সেন্টার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপিসহ বোর্ডবাজার ও গাজীপুর এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ‘আলমগীর র্যাঞ্চ লিমিটেড’ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আসন্ন ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে গ্রাহকদের নিকট সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করার লক্ষ্যে এই সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়।
ইতিমধ্যেই গবাদিপশুর বিশ্বস্ত ফার্ম আলমগীর র্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সাথে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের নিকট সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশ জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। আলমগীর র্যাঞ্চ তাদের গরুগুলোকে প্রাকৃতিকভাবে অর্থাৎ ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে লালন-পালন করে থাকে। এছাড়াও তারা গরুর খাবার সরবরাহের সময় সব ধরণের কৃত্রিম খাবার, অনিরাপদ ঔষধ, স্টেরয়েড কিংবা হরমোন ব্যবহার থেকে বিরত থাকে। গরুর র্সাবক্ষণিক যত্নের জন্য তারা দক্ষ খামারি ও অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহ করে যা ক্রেতা ও ভোক্তাদের জন্য হালাল ও স্বাস্থ্যকর মাংস নিশ্চিত করে।
বিডি প্রতিদিন/ফারজানা