মেহেরপুর-মুজিবনগর সড়কের বিদ্যাধরপুর গ্রামে পিকনিতেকর বাসের ধাক্কায় সেলিম রেজা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুজিবনগরে পিকনিকে আসা টাঙ্গাউলের একটি বাস( ঢাকা মেট্রো জ-১৪-০৩৩৪) পিকনিক শেষে ফেরার পথে মেহেরপুর- মুজিবনগর সড়কের দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুরে এসে পৌঁছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বিদ্যাধরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিদ্যাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র সেলিম রেজাকে ধাক্কা দেয়।
এ সময় শিশুটি চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরন করে।
এদিকে ঘাতক বাসটি দ্রুত পালাবার সময় মেহেরপুর ট্রাফিক পুলিশ খবর পেয়ে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড থেকে বাসটিকে আটক করে।