মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামে খেপুমিয়ার পাটকাঠির গাঁদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি বোমার বিস্ফেরণও ঘটায়।
গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় দুটি বোমা উদ্ধার করে পুলিশ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সামসুল হক।
সামসুল হক জানান, তেঁতুলবাড়ীয়া গ্রামের চায়েন উদ্দীনের ছেলে খেড়ু মিয়ার পাটকাঠির গাঁদায় দুর্বৃত্তরা আগুন দেয়। টের পেয়ে বাড়ির লোকজন আগুন নেভানোর প্রস্তুতি নেন। এসময় আগুন নেভানো লোকজনকে লক্ষ্য করে একটি বোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে বিস্ফোরিত বোমার আঘাতে কেউ হতাহত হননি।
পুলিশের ধারণা কেউ শত্রুতা করে তার পাটকাটির গাদায় আগুন ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।