বগুড়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে একটি সংক্ষিপ্ত পথসভায় এ হরতাল আহ্বান করে দলটি।
গতকাল মঙ্গলবার রাতে শহরের জিরো পয়েন্ট সাতমাথা মোড়ে আওয়ামী লীগ কার্যালয় ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে আব্দুল বাকি (২৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক ইসলামীছাত্র শিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক নেতা বলে দাবি করছে জামায়াত। আর এর প্রতিবাদেই তাদের হরতাল আহ্বান।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে শহরের পার্ক মসজিদ থেকে গোহাইল রোড খান্দার এলাকায় বগুড়া শহর জামায়াত ইসলামীর উদ্যোগে বাকি হত্যার প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষাভ মিছিল করেন নেতাকর্মীরা।
মিছিল শেষে পথসভায় উপস্থিত বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন হরতালের ঘোষণা দেন। এ সময় শুক্রবার দোয়া দিবস পালন করা হবে বলেও জানিয়েছেন জামায়াতের এ নেতা।
এদিকে, বাকি হত্যাকাণ্ডের বিচার দাবি করে নিহতের স্মরণে আব্দুল বাকির কর্মস্থল বিয়াম স্কুল অ্যান্ড কলেজ বুধবার পূর্ণদিবস বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যহারের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ১৮ দলীয় জোট।