রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ঝড়ে বাবা-ছেলেসহ নিহত ৫

ঝড়ে বাবা-ছেলেসহ নিহত ৫

কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড়ে পিতা-পুত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ও দু’জন। এছাড়া দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার কাজীহাটি গ্রামের হযরত আলী (৪০) ও তার শিশুপুত্র রিজন মিয়া (৫), বাজিতপুর উপজেলার তাতালচর গ্রামের হান্নান মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে রিমা আক্তার(১২), কটিয়াদী উপজেলার মসূয়া কাজীরচর গ্রামের আব্দুল মান্নান(৬০) ও কুলিয়ারচরের শীতল বর্মণ (১২)। কটিয়াদীতে আহত হয়েছেন জাহাঙ্গীর (৪০) ও সালাহউদ্দিন (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে তীব্র বেগে ঝড় বয়ে যায়। এতে শতাধিক ঘরবাড়ি ও অনেক গাছপালা বিধ্বস্ত হয়। ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় হতাহতের এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়। পাকুন্দিয়ায় হযরত আলী ও তার  ছেলে রিজন গাছচাপায় ঘটনাস্থলেই মারা যান। বাজিতপুরে গায়ের উপর গাছের ডাল পড়ে রিমা আক্তার আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কুলিয়ারচরে একটি সিএনজি অটোরিকসার ওপর গাছের ডাল পড়লে শীতল বর্মণ ঘটনাস্থলেই নিহত হয়। একইভাবে কটিয়াদীতে গাছচাপায় নিহত হয় আব্দুল মান্নান। কটিয়াদীতে আহত দুজন প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন।

বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর