ফুটবল খেলাকে কেন্দ করে মাইকে ঘোষণা দিয়ে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও গোভীপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে গোভীপুর গ্রামের জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে গোভীপুর গ্রামের সেচ দেওয়া ডজন খানিক শ্যালোমেশিনসহ বিভিন্ন খেতের ফসল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গোভীপুর গ্রামের মাঠে গতকাল এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে সদর উপজেলার গুচ্ছগ্রাম তরুণ সংগঠনের উদ্যোগে গুচ্ছগ্রাম ফুটবলমাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় গোভীপুর একাদশ দক্ষিণ শালিকা একাদশের কাছে পরাজিত হয়। খেলা চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে সোমবার বিকালে শালিকা গ্রামের এনামুল হকের ওপর হামলা চালায় গোভীপুরের কয়েক যুবক। এ খবর দক্ষিণ শালিকায় পৌঁছলে গ্রামবাসী একজোট হয়ে মঙ্গলবার সকালে গোভীপুর গ্রামে হামলা করার জন্য মাইকে ঘোষণা দেন। সংবাদ পেয়ে গোভিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে লোকজনকে সতর্ক করে পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মতে সকালে দুই গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রসহ পাল্টাপাল্টি হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ২০/২৫ বিঘা জমির ফসল নষ্ট করে। সদর থানার ওসি আহসান হাবিব বলেন, উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনার খবর শুনে দুই গ্রামের সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
শিরোনাম
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর