ফুটবল খেলাকে কেন্দ করে মাইকে ঘোষণা দিয়ে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও গোভীপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে গোভীপুর গ্রামের জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে গোভীপুর গ্রামের সেচ দেওয়া ডজন খানিক শ্যালোমেশিনসহ বিভিন্ন খেতের ফসল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গোভীপুর গ্রামের মাঠে গতকাল এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে সদর উপজেলার গুচ্ছগ্রাম তরুণ সংগঠনের উদ্যোগে গুচ্ছগ্রাম ফুটবলমাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় গোভীপুর একাদশ দক্ষিণ শালিকা একাদশের কাছে পরাজিত হয়। খেলা চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে সোমবার বিকালে শালিকা গ্রামের এনামুল হকের ওপর হামলা চালায় গোভীপুরের কয়েক যুবক। এ খবর দক্ষিণ শালিকায় পৌঁছলে গ্রামবাসী একজোট হয়ে মঙ্গলবার সকালে গোভীপুর গ্রামে হামলা করার জন্য মাইকে ঘোষণা দেন। সংবাদ পেয়ে গোভিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে লোকজনকে সতর্ক করে পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মতে সকালে দুই গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রসহ পাল্টাপাল্টি হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ২০/২৫ বিঘা জমির ফসল নষ্ট করে। সদর থানার ওসি আহসান হাবিব বলেন, উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনার খবর শুনে দুই গ্রামের সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে