শিরোনাম
রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

সরাইলে শালিস বৈঠকে সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শালিস বৈঠকে কটূক্তির জেরে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ১৫৩ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার স্থানীয় বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থানে নতুন মার্কেট নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় দোকানের সামনে মাটি ফেলা নিয়ে উচালিয়া পাড়ার রিফাত মিয়ার সঙ্গে শ্রমিক মোঘলটুলার শফিক মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য গতকাল শালিস সভা চলাকালে কুট্টাপাড়ার এক যুবকের কটূক্তিকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষ বাধে। কয়েক মিনিট পর উভয় গ্রামের দেড়-দুই হাজার লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের জিলুকদার পাড়া এলাকায় অবস্থান নেন। পরে উভয় গ্রামের মসজিদের মাইকের ঘোষণায় সংঘর্ষে লিপ্ত হয়। সরাইল থানার ওসি রূপক কুমার বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর