সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা
একটি বাড়ী একটি খামার প্রকল্প

১৩ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি বাড়ী একটি খামার প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ১৩ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমি গত বৃহস্পতিবার তাদের বরখাস্ত করেন। মেঘনা উপজেলায় ওই প্রকল্পের সমন্বয়কারী সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পের ১৩ কর্মকর্তা-কর্মচারীকে ডাকা হলে ৪ জন ফিল্ড অফিসার— মো. দুলাল, মুকলেছুর রহমান, স্বপনা আক্তার ও কম্পিউটার অপারেটর কাম-অফিস সহকারী রাসেদুল ইসলাম সঠিক হিসাব দিতে পারেননি। এ ব্যাপারে ফিল্ড অফিসার দুলাল মিয়াসহ বাকিদের মোবাইলে কল দিলে তারা রিসিভ করেননি।  প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম বলেন, গত ১৬ জুন দুলালের কাছে প্রকল্পের টাকা চাওয়া হলে তিনি স্থানীয় লক্ষণখোলা বাজারে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমি বলেন, তিনি একটি বাড়ী একটি খামার প্রকল্পের আত্মসাতকৃত ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা উদ্ধার করেছেন।

সর্বশেষ খবর