বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ব্যবসায়ীর টাকা আত্মসাৎ

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে  দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ১৩ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করে তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার ভুলতা এলাকার নূরম্যানশন মার্কেটে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী দেলোয়ার হোসেনের রূপগঞ্জ পোল্ট্রি ফিড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। রূপগঞ্জ পোল্ট্রি ফিডের ম্যানেজার শহিদুল ইসলাম ফাহাদ জানান, ঢাকা কারওয়ান বাজারের বে-এগ্রো ইন্ডাস্ট্রিজের এরিয়া ম্যানেজার আরিফ হোসেন ও মার্কেটিং ম্যানেজার মানিক মিয়ার কাছ থেকে রূপগঞ্জ পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানটি বাচ্চা ও ফিড প্রদান করে আসছে। গত ১৬ জুন দুপুরে মুরগির বাচ্চা ও ফিড দেওয়ার কথা বলে ১৩ লাখ ৪ হাজার টাকা নিয়ে যায়। টাকা পরিশোধ করা হলেও মাল ডেলিভারি করেনি। এরপর কথামতো মাল ডেলিভারি না দেওয়ায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বে-এগ্রো ইন্ডাস্ট্রিজের এরিয়া ম্যানেজার আরিফ হোসেন ও মার্কেটিং ম্যানেজার মানিক মিয়া ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর