শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জয়পুরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল ফের স্থগিত

জয়পুরহাট প্রতিনিধি

ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আবারও জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন ফলাফল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল ঘোষণা না করেই ভোট গ্রহণের ব্যালট পেপার সিলগালা করে থানায় জমা রেখেছেন নির্বাচন কমিশনার। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর আগে ৫ মার্চ একই নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও বুথ দখলের অভিযোগে ভোট বাতিল হয়েছিল। দীর্ঘ ৭ মাস পরে ভোট গণনাকালে ব্যালট পেপার ছিনাইয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদের প্রার্থী গোলাম মোর্তুজা শিপলু। অনতিবিলম্বে নির্বাচনের ফল ঘোষণার দাবি জানান সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল জানান, হট্টগোলের কারণে ভোট গণনা স্থগিত করে থানায় ব্যালট পেপার সিলগালা করে জমা রাখা হয়েছে। ফেডারেশনের সিদ্ধান্ত মতে ব্যবস্থা নেওয়া হবে। সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ভোট স্থগিত কিংবা বাতিল কোনোটিই করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যালট পেপার থানায় জমা রাখা হয়েছে। কোনো ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

সর্বশেষ খবর