বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে পর্যটকবাহী জাহাজকে জরিমানা

টেকনাফ প্রতিনিধি

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলরত পর্যটকবাহী জাহাজ ‘এলসিটি কাজলকে’ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দমদমিয়া জাহাজ ঘাটে গতকাল সকালে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তুষার আহমদ জানান, পর্যটকবাহী জাহাজগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ নিত্যদিনের। ঝুঁকিপূর্ণ এ কাজ ছাড়তে বার বার সতর্ক করে দেওয়া হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসন ঘাটে গিয়ে তল্লাশি চালিয়ে এলসিটি কাজলে অতিরিক্ত যাত্রী বহনের প্রমাণ পাওয়ায় জাহাজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আর অতিরিক্ত যাত্রী বহন না করার অঙ্গীকার করে জাহাজটি পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যায়।

সর্বশেষ খবর