শিরোনাম
বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুষ্টিহীনতায় বাড়ছে শিশুর খর্বতা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বিপুল সংখ্যক জনগোষ্ঠি ভুগছে পুষ্টিহীনতায়। বয়স অনুযায়ী দৈহিক উচ্চতা কম হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পিছিয়ে পড়বে বাংলাদেশ।

দেশব্যাপী বিডিএইসএস-এর এক জরিপে দেখা যায়, ২০১৪ সালে করা জরিপে দেখা যায়, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে ৫ বছর বয়সী নীচে শিশুদের (খাটো) হার ৫১% থেকে ৩৬%-এ হ্রাস পেয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে শিশু খর্বতার হার ৪৯.৬%। যা দেশের অনান্য অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি। ঢাকা বিভাগে শিশু খর্বতার হার ৩৩.৯, চট্টগামে ৩৮, খুলনায় ২৮, বরিশালে ৩৯.৯, বংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩১.১। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলয়ানতনে এক সেমিনারে সিএনআরএসের (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) প্রকল্প সমন্বয়কারী আনিছুর রহমান এ তথ্য জানান।

সর্বশেষ খবর