যুবলীগ নেতার হুমকিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি বিদ্যালয়ের ২১ শিক্ষার্থী উপবৃত্তির টাকা না নিয়েই ফিরে গেছে। সেই সঙ্গে ফেরত দেওয়া হয়েছে বৃত্তি প্রদানকারী স্থানীয় এক ব্যক্তির অর্থ। অভিযুক্ত যুবলীগ নেতার দাবি, অসৎ উদ্দেশ্যে বৃত্তি প্রদান করতে এসেছিলেন দাতা। জানা যায়, নলডাঙ্গার বাসুদেবপুরের বাসিন্দা ঢাকাস্থ ‘ইউএস ওয়ার্ক মিশন’র পরিচালক স্বপন রাজ সম্প্রতি স্থানীয় শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের ২১ মেধাবী শিক্ষার্থীকে এক হাজার টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সোমবার বৃত্তির অর্থ প্রদানের জন্য ওই স্কুলে উপস্থিত হন তিনি। এ সময় স্কুল কমিটির সভাপতি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন মুঠোফোনে স্বপনকে বৃত্তি প্রদানে নিষেধ করেন। নিষেধ অমান্য করে স্বপন বৃত্তির অর্থ বিতরণের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করলে তিনি এতে অস্বীকৃতি জানান। কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক ইয়াছিন আলী বলেন, স্কুল কমিটির সভাপতি তাকে ফোনে অর্থ বিতরণ করতে নিষেধ করেছেন। কয়েক শিক্ষার্থী জানায়, তারা বৃত্তিরর জন্য সকাল থেকে অপেক্ষা করছিল। দুপুরের পর প্রধান শিক্ষক বৃত্তি না দেওয়ার কথা জানালে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরে। যুবলীগ নেতা ও স্কুল কমিটির সভাপতি তৌহিদুর রহমান লিটন জানান, স্বপন রাজ এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। লোক দেখানো ও অসৎ উদ্দেশ্যে বৃত্তির সামান্য অর্থ বিতরণ করতে চেয়েছিলেন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে তিনি প্রধান শিক্ষককে টাকা প্রদানে নিষেধ করেন। স্বপন জানান, রাজনীতির সঙ্গে জড়িত না হয়েও প্রতিহিংসাবশত একজন নেতার এমন আচরণে তিনি অবাক হয়েছেন।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
উপবৃত্তি না নিয়ে ফিরে গেল ২১ শিক্ষার্থী
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর