কক্সবাজারের পূর্বলার পাড়ার বাসিন্দা সাবিকুন নাহার (৪১)। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে। কিন্তু এখানে কোনো শয্যা খালি ছিল না। তাকে একটি শয্যার নিচে ফ্লোরে রাখা হয়। আর চিকিৎসা দেওয়া হয় তারই ছেলে কলেজ শিক্ষার্থী জুলফিকারের পিঠে শুইয়ে। জুলফিকার বলেন, ‘ভোরেই আম্মুকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে শয্যা খালি না থাকায় ফ্লোরেই স্থান হয়। হৃদরোগী আর শ্বাসকষ্ট থাকায় আম্মুর কষ্ট হচ্ছিল। পরে চিকিৎসকের পরামর্শে মাকে আমার পিঠে শুইয়ে শ্বাস নিতে সহযোগিতা করি। এভাবে তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নেওয়ার চেষ্টা করেন। অবশ্য দুপুরের দিকে আম্মুকে একটি শয্যা দেওয়া হয়।’ চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীকে দেওয়ার মতো শয্যা খালি ছিল না। কারণ তাত্ক্ষণিক কোনো রোগীকে ঝুঁকির মুখে ফেলে আমরা শয্যা খালি করতে পারিনি। ফলে বাধ্য হয়ে তাকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে দুপুরের দিকে সিসিইউ ওয়ার্ডে একটি শয্যা দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘এ বিভাগে রোগীর চাপ প্রচুর। বৃহত্তর চট্টগ্রামের তিন কোটি জনসংখ্যার সরকারিভাবে চিকিৎসার একমাত্র ভরসাস্থল এ হাসপাতাল। প্রতিনিয়ত রোগী বাড়লেও বেডের সংখ্যা বাড়েনি। আমরা শয্যা সংখ্যা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’ হৃদরোগ বিভাগ সূত্রে জানা গেছে, এ বিভাগে মোট শয্যা আছে ৬০টি। কিন্তু প্রতিনিয়তই রোগী ভর্তি থাকেন ৩০০ থেকে ৩২০ জন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা