বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছেলের পিঠে শুয়ে চিকিৎসা

বেড নেই চট্টগ্রাম হাসপাতালে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ছেলের পিঠে শুয়ে চিকিৎসা

কক্সবাজারের পূর্বলার পাড়ার বাসিন্দা সাবিকুন নাহার (৪১)। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে। কিন্তু এখানে কোনো শয্যা খালি ছিল না। তাকে একটি শয্যার নিচে ফ্লোরে রাখা হয়। আর চিকিৎসা দেওয়া হয় তারই ছেলে কলেজ শিক্ষার্থী জুলফিকারের পিঠে শুইয়ে। জুলফিকার বলেন, ‘ভোরেই আম্মুকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে শয্যা খালি না থাকায় ফ্লোরেই স্থান হয়। হৃদরোগী আর শ্বাসকষ্ট থাকায় আম্মুর কষ্ট হচ্ছিল। পরে চিকিৎসকের পরামর্শে মাকে আমার পিঠে শুইয়ে শ্বাস নিতে সহযোগিতা করি। এভাবে তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নেওয়ার চেষ্টা করেন। অবশ্য দুপুরের দিকে আম্মুকে একটি শয্যা দেওয়া হয়।’ চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীকে দেওয়ার মতো শয্যা খালি ছিল না। কারণ তাত্ক্ষণিক কোনো রোগীকে ঝুঁকির মুখে ফেলে আমরা শয্যা খালি করতে পারিনি। ফলে বাধ্য হয়ে তাকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে দুপুরের দিকে সিসিইউ ওয়ার্ডে একটি শয্যা দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘এ বিভাগে রোগীর চাপ প্রচুর। বৃহত্তর চট্টগ্রামের তিন কোটি জনসংখ্যার সরকারিভাবে চিকিৎসার একমাত্র ভরসাস্থল এ হাসপাতাল। প্রতিনিয়ত রোগী বাড়লেও বেডের সংখ্যা বাড়েনি। আমরা শয্যা সংখ্যা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’ হৃদরোগ বিভাগ সূত্রে জানা গেছে, এ বিভাগে মোট শয্যা আছে ৬০টি। কিন্তু প্রতিনিয়তই রোগী ভর্তি থাকেন ৩০০ থেকে ৩২০ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর