মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা
এমপি মুক্তার সহায়তা

যৌতুকের আগুনে দগ্ধ মুন্নী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

স্বামীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া মুন্নী অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এক মাসের বেশি সময় চিকিত্সাধীন থাকার পর গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মুন্নীর শরীরের ঘা শুকিয়ে এলেও তার মানসিক সমস্যা রয়েছে। এ জন্য চিকিৎসকরা তাকে এক মাস পর মানসিক চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন। অগ্নিদগ্ধ মুন্নীকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি, ওষুধ ক্রয়, রক্ত সংগ্রহ ও চিকিত্সা ব্যয়সহ সব দায়িত্ব পালন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা। তার সহযোগিতায় মুন্নী সুস্থ হয়ে বাড়ি ফিরেন বলে জানান তার মা লাইলী বেগম। এ জন্য  তিনি নুরজাহান বেগম মুক্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

নুরজাহান বেগম মুক্তা এমপি বলেন, আমি ঘটনাটি জানার পর মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সে খুবই অসহায়। আল্লাহর রহমতে মেয়েটি সুস্থ  হয়ে বাড়ি ফিরেছে।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর এলাকার মনিনাগ গ্রামের আব্দুল লতিফ হালদারের মেয়ে মুন্নীকে গত ২৩ মার্চ তার স্বামী গ্যাসের চুলায় চেপে ধরে। এতে মুন্নীর গলার নিচ থেকে পেট পর্যন্ত পুড়ে যায়।

 

সর্বশেষ খবর