রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

অব্যবস্থাপনায় মার্কেট বন্ধ দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

নরসিংদী প্রতিনিধি

দীর্ঘদিন ধরে নরসিংদী পৌর শহরের আধুনিক শপিংমল ইন্ডেক্স প্লাজার শীতাতপ ব্যবস্থা বিকল থাকায় ক্রেতা-বিক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছেন। শপিংয়ে এসে তীব্র গরমে প্রায় প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন ক্রেতারা। মার্কেট পরিচালনা কমিটি কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসনের নজর এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মার্কেটটি গতকাল সাময়িক বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। শীতাতপ ব্যবস্থা কার্যকর করে ভোক্তা অধিকার নিশ্চিত করা না হলে মার্কেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগ মুহূর্তে মার্কেট বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম জানান, দীর্ঘদিন ধরেই অভিজাত এ মার্কেটে শীতাতপ ব্যবস্থা কার্যকর নেই। পাশাপাশি মার্কেট পরিচালনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এর সত্যতা পায়। শীতাতপ ব্যবস্থাসহ ভোক্তা অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত মার্কেটটি বন্ধ থাকবে বলেও জানান তিনি। ব্যবসায়ীরা জানায়, কিছু লোকের হাতে জিম্মি ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ীরা। বছরের বেশিরভাগ সময়ই নষ্ট থাকে এই মার্কেটের এসি। এসি মেরামতের নাম করে দফায় দফায় দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু প্রতিকার হয় না। অব্যবস্থাপনার কথা অস্বীকার করে মার্কেট পরিচালনা কমিটির সভাপতি দিদারুল হক ভূইয়া (বিপ্লব) বলেন, মার্কেট খুলে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সাব-স্টেশনে সমস্যার কারণে মার্কেট বন্ধ করা হয়েছিল। তাছাড়া ঈদকে কেন্দ্র করে মার্কেটে ব্যাপক লোকসমাগম হচ্ছে। কিন্তু এসিতে তা কবার করছিলনা। ঈদের পর নতুন আঙ্গিকে এসি বসানো হবে।

সর্বশেষ খবর