সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী ছিল গতকাল। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন কৃষ্ণভক্তরা। অশুভ শক্তিকে বিনাশ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীর সদর রোডের লাইন রোডে সমাবেশে রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিভিন্ন সংঘ থেকে এসে যোগ দেন ভক্তরা। সমাবেশ শেষে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ধর্মসভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। ঝালকাঠি : শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আগে মন্ত্রী জন্মাষ্টমী অনুষ্ঠান উদ্বোধন করেন। বগুড়া : সকালে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীদের বিভিন্ন সাজে দেখা যায়। নারায়ণগঞ্জ : নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় র্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। উদ্বোধনকালে বক্তৃতায় এমপি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ র্যালিতে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। সুনামগঞ্জ : র্যালি শেষে আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ বক্তৃতা করেন। বাগেরহাট : শহরের শালতলা মোড়ে শ্রী শ্রী হরিসভা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীর শওকাত আলী বাদশা এমপি। গোপালগঞ্জ : শহরের কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ইসকন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে শোভাযাত্রা বের করে। দিনাজপুর : শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে বিনাশ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ ব্রাহ্মণবাড়িয়া : শহরের আনন্দময়ী কালীবাড়ী থেকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বের হওয়া র্যালি উদ্বোধন করেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ময়মনসিংহ : শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্ত-অনুরাগীরা অংশ নেন। নাটোর : শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী। রাঙামাটি : মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বক্তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সাতক্ষীরা : পূজা-অর্চনা ও আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে বের হয় শোভাযাত্রা। জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। নীলফামারী : মঙ্গল শোভাযাত্রা শেষে কালীবাড়ী মন্দির চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। চাঁপাইনবাবগঞ্জ : শোভাযাত্রা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মনিমুল হক অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : জেলা শহরের শ্রী শ্রী কালীবাড়ীর উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শিরোনাম
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
অশুভ শক্তিকে বিনাশের প্রত্যয়
সারা দেশে শুভ জন্মাষ্টমী পালিত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর