সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী ছিল গতকাল। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন কৃষ্ণভক্তরা। অশুভ শক্তিকে বিনাশ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীর সদর রোডের লাইন রোডে সমাবেশে রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিভিন্ন সংঘ থেকে এসে যোগ দেন ভক্তরা। সমাবেশ শেষে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ধর্মসভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। ঝালকাঠি : শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আগে মন্ত্রী জন্মাষ্টমী অনুষ্ঠান উদ্বোধন করেন। বগুড়া : সকালে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীদের বিভিন্ন সাজে দেখা যায়। নারায়ণগঞ্জ : নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় র্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। উদ্বোধনকালে বক্তৃতায় এমপি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ র্যালিতে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। সুনামগঞ্জ : র্যালি শেষে আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ বক্তৃতা করেন। বাগেরহাট : শহরের শালতলা মোড়ে শ্রী শ্রী হরিসভা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীর শওকাত আলী বাদশা এমপি। গোপালগঞ্জ : শহরের কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ইসকন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে শোভাযাত্রা বের করে। দিনাজপুর : শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে বিনাশ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ ব্রাহ্মণবাড়িয়া : শহরের আনন্দময়ী কালীবাড়ী থেকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বের হওয়া র্যালি উদ্বোধন করেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ময়মনসিংহ : শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্ত-অনুরাগীরা অংশ নেন। নাটোর : শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী। রাঙামাটি : মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বক্তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সাতক্ষীরা : পূজা-অর্চনা ও আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে বের হয় শোভাযাত্রা। জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। নীলফামারী : মঙ্গল শোভাযাত্রা শেষে কালীবাড়ী মন্দির চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। চাঁপাইনবাবগঞ্জ : শোভাযাত্রা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মনিমুল হক অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : জেলা শহরের শ্রী শ্রী কালীবাড়ীর উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
অশুভ শক্তিকে বিনাশের প্রত্যয়
সারা দেশে শুভ জন্মাষ্টমী পালিত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর