কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় আবারও কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন। হারবাং ইনানী রিসোর্টের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার হারবাং বরইতলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত হয়েছিল সাতজন। গতকাল নিহতরা হলেন— হারবাং জমিদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের (৫০), পেকুয়ার রাজাখালী দশেরঘোনা এলাকার আবদুল খালেকের ছেলে ইউছুফ (৩৭), হারবাং মুসলিম পাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজউদ্দীন (২৪)। অপরজন নারী। তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চকরিয়ার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন এর চার যাত্রী। গুরুতর আহত হন আরও চারজন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। চট্টগ্রামে দুজন নিহত : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, চট্টগ্রামের মিরসরাই থানার জোরারগঞ্জের মাস্তাননগরে পণ্যবাহী দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যানচালক কবির হোসেন (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, ‘একটি কাভার্ড ভ্যান ইউটার্নে দাঁড়িয়ে ছিল। এ সময় আরেকটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার অটোযাত্রীর
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর