কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় আবারও কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন। হারবাং ইনানী রিসোর্টের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার হারবাং বরইতলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত হয়েছিল সাতজন। গতকাল নিহতরা হলেন— হারবাং জমিদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের (৫০), পেকুয়ার রাজাখালী দশেরঘোনা এলাকার আবদুল খালেকের ছেলে ইউছুফ (৩৭), হারবাং মুসলিম পাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজউদ্দীন (২৪)। অপরজন নারী। তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চকরিয়ার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন এর চার যাত্রী। গুরুতর আহত হন আরও চারজন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। চট্টগ্রামে দুজন নিহত : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, চট্টগ্রামের মিরসরাই থানার জোরারগঞ্জের মাস্তাননগরে পণ্যবাহী দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যানচালক কবির হোসেন (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, ‘একটি কাভার্ড ভ্যান ইউটার্নে দাঁড়িয়ে ছিল। এ সময় আরেকটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার অটোযাত্রীর
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর