কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় আবারও কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন। হারবাং ইনানী রিসোর্টের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার হারবাং বরইতলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত হয়েছিল সাতজন। গতকাল নিহতরা হলেন— হারবাং জমিদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের (৫০), পেকুয়ার রাজাখালী দশেরঘোনা এলাকার আবদুল খালেকের ছেলে ইউছুফ (৩৭), হারবাং মুসলিম পাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজউদ্দীন (২৪)। অপরজন নারী। তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চকরিয়ার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন এর চার যাত্রী। গুরুতর আহত হন আরও চারজন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। চট্টগ্রামে দুজন নিহত : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, চট্টগ্রামের মিরসরাই থানার জোরারগঞ্জের মাস্তাননগরে পণ্যবাহী দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যানচালক কবির হোসেন (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, ‘একটি কাভার্ড ভ্যান ইউটার্নে দাঁড়িয়ে ছিল। এ সময় আরেকটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়।
শিরোনাম
- নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে : মোস্তফা ফিরোজ
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ