বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

অজ্ঞান পার্টির খপ্পরে

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এলাকায় গতকাল লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়ে ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরা হলেন কুষ্টিয়া জেলার খোকসা থানার রমানাথপুর গ্রামের মোজাফফর বিশ্বাস (৪৫), অপর দুজন অজ্ঞাত পুরুষ (৫৪), অজ্ঞাত পুরুষ (৫০)। —ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নৌকায় ভোট চেয়ে প্রচারণা

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা মার্কায় ভোট চাইলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ। উপজেলার ধূলাসর, চাপলী, বাবলাতলা, বানাতী ও পাখিমারা বাজারে শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি গণসংযোগ করেন। আলাউদ্দিন আহম্মেদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, আ. জলিল মাষ্টার, হারুন তালুকদার, মো. দেলোয়ার হোসেন সাকিব, লুত্ফুল হাসান রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। —কলাপাড়া প্রতিনিধি

উঠান বৈঠক

নরসিংদীর রায়পুরায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। গতকাল রায়পুরার ডৌকারচর ইউনিয়নের তেলীপাড়া, কাশিমনগর, কবিরপুর, পিভিনগরে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চান মিয়া, মাসুদ ফরাজী, মোসলেহউদ্দিন, আইনুল মেম্বার, হেদায়েতউল্লা, বজলুল খান, তোতা মিয়া, দিপু মাহমুদ, মশিউর রহমান কনক, আশরাফ উদ্দিন, সিরাজ মিয়া প্রমুখ।

 —নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর