সাভারের শাহীবাগ এলাকায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় অপু, রিজাউল করিম, ডলি আক্তার ও সুমাইয়া নামে চারজন গুলিবিদ্ধ হন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।