শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কালভার্টের পাটাতন ভেঙে চলাচল ব্যাহত

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামের দ্বারীখৈর-নিতাইনগর রাস্তায় দুটি কালভার্টের পাটাতন ভেঙে যাওয়ায় পাঁচটি গ্রামের বাসিন্দারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। একই সঙ্গে গরু-মহিষের গাড়ি চলতে না পারায় মাঠ থেকে ফসল বাড়িতে আনতে চরম বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। জানা যায়, জামাইদিঘা, পাঁচবাড়ীয়া, নিতাইনগর, মহেশপুর ও নগর মৌজার মধ্যবর্তী এ রাস্তাটিতে মাত্র ২০০ গজের মধ্যে স্থাপিত দুটি কালভার্টেরই উপরের পাটাতন একাধিক জায়গায় ভেঙে গেছে। এ পথে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা চলাচল করেন। এছাড়া এ এলাকার মধ্যবর্তী বিলের কয়েক হাজার একর জমির কৃষি ফসল ধান, পাট, ইক্ষু, গমসহ বিভিন্ন প্রকারের শাকসব্জি এ কালভার্ট দু’টির উপর দিয়েই গরু-মহিষের গাড়ীতে বহন করে নিজ নিজবাড়িসহ পাশের দ্বারীখৈর সাহেরের হাটে নিয়ে যান কৃষকেরা।

সর্বশেষ খবর