শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালী একটি মহল। দীর্ঘদিন ধরে তারা এভাবে মাছ ধরার কারনে প্রকৃত জেলেরা শিকারবঞ্চিত হচ্ছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কামারখালীর গড়াই নদীর বিশাল একটি অংশ মাঝ নদী বরাবর বাঁশ দিয়ে বাঁধ দিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। পরে তারা কারেন্ট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে। এর ফলে সাধারণ জেলেরা চরম বিপাকে পড়েছে। এ ব্যাপারে জেলেরা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, যারা অবৈধভাবে বাঁধ দিয়েছে সরেজমিন পরিদর্শন করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর