বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ গতকাল এ রায় দেয়। সাজাপ্রাপ্ত জাকিরুল ইসলাম মিলন বদরগঞ্জের আনছার আলীর ছেলে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করছেন।

-নিজস্ব প্রতিবেদক, রংপুর

নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু

চাঁদপুরে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মোস্তফা নামে এক হকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন জমির হোসেন ও আবুল কালাম নামে অপর দুই হকার। সোমবার রাতে চাঁদপুরে নৌ-টার্মিনালের কাছে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন এ তিনজন।  -চাঁদপুর প্রতিনিধি

শিক্ষক কারাগারে

আদিতমারী উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লুৎফর রহমান নামে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার উপজেলার বুড়িরহাট থেকে তাকে আটক করা হয়। লুৎফর আদিতমারীর  এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। -লালমনিরহাট প্রতিনিধি

ভিজিডির চাল জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ১৭০ বস্তা ভিজিডির চাল জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয় প্রশাসন চালগুলো জব্দ করলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। 

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

জেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা

দুর্নীতির মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯ জনকে ৬ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এই আদেশ দেন।  আদালত চলাকালীন সময়  আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও দেওয়া হয়।-নিজস্ব প্রতিবেদক, যশোর

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর