মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

সখীপুরে পোলট্রির বিষ্ঠায় এলাকাবাসী অতিষ্ঠ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়ি ঘেঁষে উন্মুক্ত পরিবেশে লেয়ার ফার্ম গড়ে ওঠায় পোলট্রির বিষ্ঠার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। উপজেলার সাপিয়াচালার এলাকার জাহিদ লেয়ার ফার্ম এন্টারপ্রাইজের বিষ্ঠায় এ দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই এলাকার ১৫-১৬টি পরিবার ও বাজার এলাকার লোকজন ব্যাপক দুুর্ভোগের শিকার। এতে পরিবেশ দূষণ হচ্ছে এবং মানুষ ও পশুপাখির রোগব্যাধি দেখা দিচ্ছে। ফার্মের মালিক প্রতি মাসেই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।   স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেন বলেন, পোলট্রির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী। জাহিদ লেয়ার ফার্ম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন বলেন, মানুষ যত বলে তত দুর্গন্ধ নয়। পারিবারিরকভাবে হিংসার বসে এসব কথা বলে। এ ছাড়া আমার পোলট্রি ফার্মের নামে সরকারি লাইসেন্স রয়েছে, সরকারকে ভ্যাট দিয়ে আসছি।

 

সর্বশেষ খবর