মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আখ খেতে পোকা দিশাহারা কৃষক

নওগাঁ প্রতিনিধি

আখ খেতে পোকা দিশাহারা কৃষক

পোকার আক্রমণে মরে যাওয়া আখ গাছ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রানীনগরে খেতে পোকার আক্রমণে মরে যাচ্ছে আখ। ওষুধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এবার উপজেলায় ১০-১২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। পোকার আক্রমণে খেতে লাল পচা রোগ দেখা দিয়েছে। যেহেতু আখ কাটার মৌসুম শুরু হয়েছে, তাই খুব বেশি ক্ষতি হবে না। যে সব জমি আক্রান্ত হয়েছে সেগুলোর আখ দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

জানা যায়, রানীনগরের চকমুনু গ্রামের মাঠে প্রায় ৫০ বিঘা জমিতে আখ চাষ হয়েছে। এবার আখের দাম ভালো থাকায় লাভবান হবেন এমন আশা করেছিলেন চাষিরা। গত ১০-১৫ দিন আগে হঠাৎ আখ খেতে ব্যাপকভাবে পোকার আক্রমণ দেখা দেয়। পাশাপাশি লাল পচা রোগ জেঁকে বসেছে। কৃষকরা জানান, সামান্য লাল বর্ণ দেখার পরই চার থেকে পাঁচ দিনের মধ্যে পুরো খেত আক্রান্ত হয়ে আখ মরে যাচ্ছে। চকমুনু গ্রামের আখ চাষি খন্দকার আবদুস সালাম জানান, প্রায় তিন বিঘা জমিতে আখ চাষ করেছি। এর মধ্যে অধিকাংশ জমির আখ পোকার আক্রমণ ও লাল পচা রোগে মরে গেছে। ওই গ্রামের আরেক চাষি আবুল কাশেম সরদার জানান, আড়াই বিঘা জমিতে আখ চাষ করেছি। রাতারাতি জমিতে পোকার আক্রমণ ও আখ লাল হয়ে মরে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ছিটিয়েও লাভ হচ্ছে না।

সর্বশেষ খবর