বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিএসবির ২ কর্মকর্তার বিরুদ্ধে মিলেছে অপরাধের প্রমাণ

তিন রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট

নোয়াখালী প্রতিনিধি

চট্টগ্রামে গ্রেফতারকৃত তিন রোহিঙ্গার পাসপোর্টে নোয়াখালীর ঠিকানা ব্যবহারের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দুই সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে অপরাধ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। গতকাল নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেন। অভিযুক্তরা হলেন- আবুল কালাম ও নুরুল হুদা। জানা যায়, রোহিঙ্গাদের পাসপোর্টে নোয়াখালীর ঠিকানার ঘটনায় ডিএসবির দুই উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম ও নুরুল হুদাকে সম্প্রতি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখকে এ বিষয়ে তদন্ত করে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও গতকাল তা দেওয়া হয়।

সর্বশেষ খবর