শিরোনাম
শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৬০ হাজার পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৬০ হাজার পরিবার

শিবগঞ্জে পানিবন্দী একটি গ্রাম -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি গতকাল স্থিতিশীল ছিল। তবে মহানন্দায় তীব্র স্রোত থাকায় গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি ও নয়াদিয়াড়ী এলাকায় ভাঙন শুরু হয়েছে।

জানা গেছে, বুধবার নতুনভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর ও নামোশংকরবাটি বড়িপাড়া ও জেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে প্রায় ৪০০ পরিবার। এ নিয়ে সদর উপজেলা, গোমস্তাপুর ও শিবগঞ্জে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন।

জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার জানান, সদর উপজেলায় পাঁচ হাজার ৫৬২টি পরিবারের ২৪ হাজার ৬২৩ জন, শিবগঞ্জ উপজেলায় আট হাজার পরিবারের ৩২ হাজার ৪০০ জন এবং গোমস্তাপুর উপজেলার ২৩৮টি পরিবারের ৯৮০ জন মানুষ পানিবন্দী রয়েছেন।

সর্বশেষ খবর