শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

পার্বত্যাঞ্চলে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’। রাঙামাটি পৌরসভা সম্মেলন কক্ষে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে রাঙামটিতে এ সংগঠনটির আত্মপ্রকাশ করে। একই উদ্দেশ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ‘নাগরিক পরিষদ’-এর আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল খাগড়াছড়ি প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

-রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

মা সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গতকাল মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বক্তৃতা করেন সৈয়দ মো. আজিজ, ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ, তানজিনা আক্তার রুবি, জান্নাত বেগম, আশরাফ উদ্দিন মোল্লা, কামরুন্নাহার, জহিরুল ইসলাম, মিনারা আক্তার, ফজিলাতুন্নেছা প্রমুখ। -বাঞ্ছারামপুর প্রতিনিধি

ফেসবুকে ছাত্রীর অশ্লীল ছবি

স্কুলছাত্রীর নাম ব্যবহার করে ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সজীব খান সম্রাট নামে এক যুবককে বুধবার রাতে আটক করেছে র‌্যাব। সজীব রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গলের আবদুল          জলিল খানের ছেলে। গতকাল তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

-মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর