রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘মোংলা বন্দরের গতি বাড়াতে বহুমুখী প্রকল্প নেওয়া হয়েছে’

বাগেরহাট প্রতিনিধি

আমদানি-রপ্তানি বাণিজ্যে অবদান রাখতে মোংলা সমুদ্রবন্দরের গতি বাড়াতে বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বঙ্গোপসাগরে মোংলা বন্দর চ্যানেল আউটারবারে ড্রেজিং কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, এক সময়ের মৃতপ্রায় এ বন্দর এখন শুধু গতিশীল নয়, এ বন্দর ঘিরে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। প্রতিমন্ত্রী বলেন, ‘এ গতি ধরে রাখতে প্রথমবারের মতো আউটারবারে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়ন হলে সাড়ে ১০ মিটার ড্রাফটের পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়তে পারবে।’ বন্দর পরিদর্শনকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, যুগ্ম সচিব রফিক আহম্মদ সিদ্দিক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক তার সঙ্গে ছিলেন।

 

 

সর্বশেষ খবর