গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বশেমুরবিপ্রবি-তে এসব কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের শিক্ষার্থীরা বিগত ৯৮ দিন ধরে আন্দোলন করে আসছে ইইই বিভাগের সঙ্গে একীভূত হওয়ার জন্য। আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে ১৩ জন শিক্ষার্থী অসুস্থও হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর পক্ষে, ইটিই বিভাগের শিক্ষার্থীরা যাতে ইইই বিভাগের সঙ্গে একীভূত হতে না পারে তার দাবিতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে, অন্যায়ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকির প্রতিবাদে ক্লাস বর্জন করে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বশেমুরবিপ্রবির শিক্ষকরা। অন্যদিকে, চাকরি স্থায়ীকরণ, বেতন পরিশোধ ও চাকরির নীতিমালা প্রণয়ন করা-এই তিন দফা দাবিতে ৪৪তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে।