শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

গাবতলী উপজেলার পদ্মপাড়া হেঞ্চার বিল মাঠে ৩ দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। জেলা পুলিশের সহযোগিতায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। গতকাল মেলায় ৩০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজ দুপুরের পর মেলার সমাপনীতে ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। মেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ জানান, ঘৌড়দৌড় উপলক্ষে হরেক রকমের পসরা নিয়ে গ্রামীণ এই জনপদে বসেছে মেলা।

সর্বশেষ খবর