শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ঝাড়ু মিছিল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। গতকাল গোপালপুর বাজারে ঝাড়ু মিছিল করে এলাকাবাসী। পরে সমাবেশে বক্তৃতা করেন মনিরুজ্জামান ইকু, খান আমিরুল ইসলাম, মোনায়েম খান, নুরুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হাসান বলেন, এলাকার একটি পক্ষ মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে এসব করছে।

-ফরিদপুর প্রতিনিধি

গ্রাম পুলিশের মহাসমাবেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসমাবেশ করেছে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। গতকাল বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমানত বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মোস্তফা কামাল, এম এ নাসের, বিশ্বনাথ বিশ্বাস প্রমুখ। সমাবেশ শেষে তারা ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত এবং সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সমাবেশে চার শতাধিক গ্রাম পুলিশ অংশ নেয়।-গোপালগঞ্জ প্রতিনিধি

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হরিণাকুু-ুতে সাপের কামড়ে আক্কাস আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হামিরহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, আক্কাস আলী সকালে বাড়ির পাশে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। এলাকাবাসী তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেন। সেখান থেকে স্বজনরা তাকে গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। পরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে আবারও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-ঝিনাইদহ প্রতিনিধি

গোপালগঞ্জে হাফ ম্যারাথন

গোপালগঞ্জে গতকাল সোয়ান হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ভোর সাড়ে ৬টায় সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী এন কে উচ্চ বিদ্যালয় থেকে এই ম্যারাথন শুরু হয়ে বৌলতলী ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ২১ নারীসহ বিভিন্ন জেলার ৩০৯ জন প্রতিযোগী অংশ নেন। ম্যারাথনে ঢাকার ইমন হোসেন প্রথম, গোপালগঞ্জের জামিল শেখ দ্বিতীয় এবং জাবি শিক্ষার্থী মাহফুজুল হক তৃতীয় হন। নারীদের ম্যারাথনে সাদিয়া ইসলাম মোনা প্রথম, হামিদা আক্তার জরা দ্বিতীয় এবং রেশমা নাহার রতœা তৃতীয় হন। -গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর