সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভাঙা কালভার্টে দুর্ভোগ ৫ ইউনিয়নের মানুষের

নওগাঁ প্রতিনিধি

ভাঙা কালভার্টে দুর্ভোগ ৫ ইউনিয়নের মানুষের

নওগাঁর মান্দায় ভাঙা কালভার্ট -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মান্দা উপজেলার সতীহাটের গরুহাটিতে একটি কালভার্টের ঢালাই ভেঙে গেছে। এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে পাঁচ ইউনিয়নের মানুষ।

স্থানীয়রা জানান, দুই বছর ধরে কালভার্টের ওপরের অংশের ঢালাই অল্প অল্প করে ভেঙে বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে ওই কালভার্ট দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। ওই রাস্তা দিয়ে গনেশপুর, সফাপুর, প্রসাদপুর, কুশুম্বা, মান্দা সদর ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করে। সতীহাট বাজারে অবস্থিত একটি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজে এবং দুটি কেজি স্কুলের শিক্ষার্থীদের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। জিএস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, দুই দিকে ভাঙা এই কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় ইউপি সদস্য আলেফ উদ্দিন বলেন, বৃষ্টি হলে রাস্তাটিও বেহাল হয়ে যায়। ইউপি চেয়ারম্যানকে জানান, শিগগিরই কালভার্টটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘দ্রুত কালভার্ট মেরামতের জন্য গনেশপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর