মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাখিপ্রেমী দুই বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

মুক্তভাবে পাখির চলাচল ও তাদের সুরক্ষায় পাখিপ্রেমী ঠাকুরগাঁওয়ে দুই যুবক গাছে গাছে সাইনবোর্ড লাগিয়ে মানুষকে সচেতন করছে। তাদের এই উদ্যোগের ফলে এলাকায় পাখির সংখ্যা দিন দিন বাড়ছে।

সদর উপজেলার জগন্নাথপুর বদলিপাড়া গ্রামের ফিরোজ ও ফেরদৌস এ দুই বন্ধু নিজ পকেটের টাকা খরচ করে এলাকার গাছে গাছে সাইনবোর্ড লাগিয়ে মানুষকে সচেতন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান পয়গাম আলী বলেন ওই দুই যুবকের মহৎ এ উদ্যোগের ফলে শিকারিদের হাত থেকে রক্ষা পাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি।

পাখিপ্রেমী ফিরোজ ও ফেরদৌস জানান, আমরা দুজনেই বন্য পশু-পাখি পছন্দ করি এবং চাই তারা মুক্তভাবে বেঁচে থাকুক। এছাড়াও আমরা চাই এ ইচ্ছাটা যেন সবার মনেই উজ্জীবিত হয়। তাই আমাদের এ উদ্যোগ।

সর্বশেষ খবর