শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন দিন পর আরও এক নারীর মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গাবাহী ট্রলারডুবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ পাশ থেকে ভাসমান অবস্থায় তিন দিন পর আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গত কয়েক দিনে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন নারী ও ৪ জন শিশুর মৃতদেহ রয়েছে। প্রসঙ্গত, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ৩ থেকে ৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

সর্বশেষ খবর