সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ বোমা বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় প্রায় ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের মধ্যে আসাদুল নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসির চৌধুরীর সঙ্গে তার ভাতিজা মিনি মালিথার সম্প্রতি বিরোধ দেখা দেয়। দুদিন আগে মাথিলার সমর্থক পুকুরিয়া গ্রামের ছমিরন নেছাকে মারধর করে নাসিরের সমর্থকরা। গতকাল সকালে নাসিরের লোকজন আবারও মিনি মালিথার পক্ষের হাফিজুর রহমানের ওপর হামলা করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ১৫-২০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী বলেন, রবিবার সকালে আসাদুল ও আব্দুল মান্নান মনাকে মিনি মালিথা ও মঞ্জুর নেতৃত্বে মারপিট করা হয়। পরে আমরা সেখানে গেলে হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটায়। মিনি মালিথা বলেন, দুদিন আগে স্থানীয় বাবুল খাঁকে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে নাসিরের লোকজন। রবিবার মারধর করা হয় হাফিজুর রহমানকে। এ সময় ভুক্তভোগীরা প্রতিরোধ করতে গেলে বোমার বিস্ফোরণ ঘটনায় নাসির চেয়ারম্যানের সমর্থকরা। কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজন শান্ত হয়ে যায়। বিস্ফোরণে কোনো আলামত আমরা পাইনি।

সর্বশেষ খবর