সাত জেলায় সড়কে প্রাণ গেল ১০ জনের। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- বগুড়া : শিবগঞ্জের কিচকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। জয়পুরহাট-মোকামতলা সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও অটোরিকশচালক দিলবর রহমান (৪৮)। কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গতকাল দুপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুইজন দুই যানবাহনের চালক। সংঘর্ষে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘণ্টাব্যাপী ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কুমিল্লা : নগরীর অশোকতলা রেল গেটে গতকাল মাটি কাটার ভেকু মেশিন উল্টে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শাহিদা সদর উপজেলার কালিকাপুরের খোরশেদের স্ত্রী। এদিকে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ফেরার পথে গাড়িচাপায় নিহত হয়েছেন আবদুর রাজ্জাক (৪৩) নামে এক স্বাস্থ্যকর্মী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জুলফু মিয়ার ছেলে। বেনাপোল : যশোরের শার্শায় গতকাল সকালে দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের ২০ জন যাত্রী। নিহত বাসচালকের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাগুরা : শালিখায় মঙ্গলবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোশারফ হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোশারফ মাগুরার সদর উপজেলার শরাফত জোয়ার্দারের ছেলে। দুর্ঘটনায় আহত মোশারফের স্ত্রীকে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় কিশোরগঞ্জের তাড়াইল সড়কে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুরুল হক (৭০) মোজাফফর পুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। নড়াইল : কালিয়া উপজেলার সরসপুর এলাকায় ট্রাকচাপায় হাসিবুর খান (১২) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে