সাত জেলায় সড়কে প্রাণ গেল ১০ জনের। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- বগুড়া : শিবগঞ্জের কিচকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। জয়পুরহাট-মোকামতলা সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও অটোরিকশচালক দিলবর রহমান (৪৮)। কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গতকাল দুপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুইজন দুই যানবাহনের চালক। সংঘর্ষে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘণ্টাব্যাপী ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কুমিল্লা : নগরীর অশোকতলা রেল গেটে গতকাল মাটি কাটার ভেকু মেশিন উল্টে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শাহিদা সদর উপজেলার কালিকাপুরের খোরশেদের স্ত্রী। এদিকে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ফেরার পথে গাড়িচাপায় নিহত হয়েছেন আবদুর রাজ্জাক (৪৩) নামে এক স্বাস্থ্যকর্মী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জুলফু মিয়ার ছেলে। বেনাপোল : যশোরের শার্শায় গতকাল সকালে দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের ২০ জন যাত্রী। নিহত বাসচালকের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাগুরা : শালিখায় মঙ্গলবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোশারফ হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোশারফ মাগুরার সদর উপজেলার শরাফত জোয়ার্দারের ছেলে। দুর্ঘটনায় আহত মোশারফের স্ত্রীকে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় কিশোরগঞ্জের তাড়াইল সড়কে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুরুল হক (৭০) মোজাফফর পুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। নড়াইল : কালিয়া উপজেলার সরসপুর এলাকায় ট্রাকচাপায় হাসিবুর খান (১২) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
সড়ক দুর্ঘটনায় নিহত ১০
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর