শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জয়পুরহাটে টাকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যবসায়ীর ২২ লাখ ৫০ হাজার টাকা বিজিবি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাঁচবিবি উপজেলার ভুঁইডোবা গ্রামের আবু তালিব গত বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিজিবি বলছে, এই টাকা সীমান্তে অবৈধভাবে ফেলে যাওয়ার পর উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, পাঁচবিবির কয়া সীমান্তের চাতাল ব্যবসায়ী বদিউজ্জামানের ছেলে জয়পুরহাট চেম্বার অ্যান্ড কমার্সের সদস্য আবু তালিব বাবার ব্যবসা পরিচালনা করেন। গত সোমবার দুপুরে পাঁচবিবি জনতা ব্যাংকে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য কর্মচারী মোর্শেদের হাতে পাঠিয়ে দেন। একটু পর মোর্শেদ মোবাইল ফোনে আবু তালিবকে জানান, টাকার ব্যাগ সীমান্ত ক্যাম্পে। খবর পেয়ে তিনি জনপ্রতিনিধিসহ গণ্যমান্য লোক নিয়ে ক্যাম্পে যান। আটাপাড়া ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ বলেন, ভারত সীমান্ত থেকে বালতি নিয়ে এক নারী নদীর পাড় দিয়ে গোসল করতে আসছিল। সেখানে বিজিবি সদস্যকে দেখে ওই নারী বালতি ফেলে দৌড়ে গ্রামে ঢুকে যায়।

বিজিবি সদস্যরা বালতিতে কালো পলিথিনের প্যাকেট পান। ক্যাম্পে খবর দিলে কমান্ডারসহ অন্যরা ঘটনাস্থলে যান। এলাকাবাসীদের নিয়ে সিজার লিস্টের মাধ্যমে টাকাগুলো কাস্টমে জমা দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

সর্বশেষ খবর