বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে : মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে : মেয়র লিটন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ইতিমধ্যে ২০ হাজার পরিবারের মধ্যে চাল ও ডাল বিতরণ করা হয়েছে। এখন চাল ও ডালের সঙ্গে আলু ও সাবান যোগ করা হয়েছে। রাজশাহীতে রিকশাচালক, অটোরিকশাচালক, দিনমজুর, শ্রমিকসহ লক্ষাধিক নিম্নআয়ের মানুষ আছে। সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় পর্যায়ক্রমে ১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য গতকাল বিকালে নগর ভবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। ত্রাণ বিতরণে যথাযথ তদারকির কথা জানিয়ে মেয়র বলেন, ত্রাণ বিতরণ কাজে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর