বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বগুড়া শহরে ভিড় বাড়ছে মানুষের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বগুড়া শহরের কিছু মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন। বিনাপ্রয়োজনে আড্ডা দিচ্ছেন পাড়া মহল্লায়। অনেকে আবার শহর ঘুরে বেড়াচ্ছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ মানছে না তারা। বগুড়া শহরে গতকাল অনেক লোকের সমাগম দেখা যায়। জানা যায়, গত ২৬ থেকে ২৮ মার্চ বগুড়া শহরের বাসিন্দারা সরকারি নির্দেশনা ভালোভাবে পালন করলেও ২৯ মার্চ তা কঠোর ছিল না। ৩০ মার্চও ছিল একই অবস্থা। ৩১ মার্চ শহরে লোকজন আরও বেশি বেরিয়েছে। সামাজিক দূরত্ব না মেনে অনেকে গা ঘেঁষে চলাচল করছে। বগুড়া শহরের তিনমাথা, সাতমাথা, বড়গোলা, কালিতলা, ফুলবাড়ি, মাটিডালি, জলেশ্বরীতলা, নবাববাড়ি সড়ক, চেলোপাড়া, কলোনী এলাকায় বহু মানুষ দেখা গেছে যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছে। জেলা শহরের রাস্তায় রাস্তায় পুলিশ, র‌্যাব, সেনাসদস্যরা মাইকে এবং পৌরসভা, বিভিন্ন সামাজিক সংগঠন, এমনকি জেলা প্রশাসন থেকে সচেতনাতামূলক প্রচার প্রচারণা চালালেও কিছু  লোক নিয়ম মানছে না। এদিকে বগুড়ার কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তেমন হেরফের হয়নি। প্রায় আগের দামেই সব বিক্রি হচ্ছে। সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, কেউ যদি সামাজিক দূরত্ব মেনে না চলে, আর করোনাভাইরাস থেকে সুরক্ষায় সচেতন না হয় তাহলে কঠোর হতে হবে। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি, ঘরে থাকতে। তারপরও তারা ঘরে থাকছে না। অনুরোধ কত সময় করা যাবে।

সর্বশেষ খবর