করোনা সংক্রমণ রোধে প্রশাসন যখন রাতদিন মাঠপর্যায়ে কাজ করছে। তখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রেখে গতকাল সেতাবগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বসে। হাটে ছিল উপচেপড়া ভিড়। উপজেলা প্রশাসন দুপুরে হাট বন্ধ করে দেয়। গত ২৯ মার্চ উপজেলা প্রশাসন থেকে বোচাগঞ্জ উপজেলার হাটবাজারসহ সেতাবগঞ্জের সাপ্তাহিক সোমবার হাট বসা বন্ধের জন্য মাইকিং করে। ৩০ মার্চ সোমবার সেতাবগঞ্জের সাপ্তাহিক হাট বন্ধ থাকে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান হাট বসার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুপুরে বন্ধ করে দেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। এদিকে সরকারি নিষেধ অমান্য করে নওগাঁর বিভিন্ন উপজেলার সাপ্তাহিক হাট-বাজার বসছে। সে সব জায়গায় সৃষ্টি হচ্ছে প্রচুর জনসমাগম। সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানুষ। ঐতিহ্যবাহী আবাদপুকুর হাট সপ্তাহের দুই দিন তার নিয়মেই বসছে এবং আগের মতো ক্রেতা সমাগম হচ্ছে। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বিকাল ৫টার পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা অনেক জায়গায় তা মানা হচ্ছে না। বিশেষ করে গোলচত্বর, চৌরাস্তার মোড়, কুজাইল বাজার, বেতগাড়ী বাজার, খাঁনপুকুর বাজারসহ অনেক স্থানে লোকসমাগম হচ্ছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, ‘আমাদের টহল অব্যাহত। জনসমাগম পেলে তা ভেঙে দিচ্ছি এবং মানুষদের বোঝানোর চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন হাট ও বাজার না বসার জন্য নির্দেশনা দিয়েছি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
সামাজিক দূরত্ব না মেনে জমজমাট হাট
দিনাজপুর ও নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর