মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামাজিক দূরত্ব না মেনে জমজমাট হাট

দিনাজপুর ও নওগাঁ প্রতিনিধি

সামাজিক দূরত্ব না মেনে জমজমাট হাট

সেতাবগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট -বাংলাদেশ প্রতিদিন

করোনা সংক্রমণ রোধে প্রশাসন যখন রাতদিন মাঠপর্যায়ে কাজ করছে। তখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রেখে গতকাল সেতাবগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বসে। হাটে ছিল উপচেপড়া ভিড়। উপজেলা প্রশাসন দুপুরে হাট বন্ধ করে দেয়। গত ২৯ মার্চ উপজেলা প্রশাসন থেকে বোচাগঞ্জ উপজেলার হাটবাজারসহ সেতাবগঞ্জের সাপ্তাহিক সোমবার হাট বসা বন্ধের জন্য মাইকিং করে। ৩০ মার্চ সোমবার সেতাবগঞ্জের সাপ্তাহিক হাট বন্ধ থাকে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান হাট বসার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুপুরে বন্ধ করে দেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। এদিকে সরকারি নিষেধ অমান্য করে নওগাঁর বিভিন্ন উপজেলার সাপ্তাহিক হাট-বাজার বসছে। সে সব জায়গায় সৃষ্টি হচ্ছে প্রচুর জনসমাগম। সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানুষ।  ঐতিহ্যবাহী আবাদপুকুর হাট সপ্তাহের দুই দিন তার নিয়মেই বসছে এবং আগের মতো ক্রেতা সমাগম হচ্ছে। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বিকাল ৫টার পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা অনেক জায়গায় তা মানা হচ্ছে না। বিশেষ করে গোলচত্বর, চৌরাস্তার মোড়, কুজাইল বাজার, বেতগাড়ী বাজার, খাঁনপুকুর বাজারসহ অনেক স্থানে লোকসমাগম হচ্ছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, ‘আমাদের টহল অব্যাহত। জনসমাগম পেলে তা ভেঙে দিচ্ছি এবং মানুষদের বোঝানোর চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন হাট ও বাজার না বসার জন্য নির্দেশনা দিয়েছি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর