বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

কার্ড ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচি কার্ড ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুর হয়। আহত হয়েছেন উভয় গ্রুপের ১০-১২ জন। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওড় বাজারে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দপুর দক্ষিণ ইউপি সচিব মান্নান জানান, তার ইউনিয়নে ৭৪৬টি কার্ড বরাদ্দ হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ১০ ভাগ কার্ড নিয়ে দুই আওয়ামী লীগ সমর্থক ইউপি সদস্য আলমগীর হোসেন বাবুল ও টেলু পাটওয়ারীর হাতাহাতি হয়। এর জেরে বুধবার দুপুরে দুই গ্রুপ গোয়ালভাড় বাজারে ইউপি পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের কথা কাটাকাটির জের ধরে হামলা পাল্টা হামলা শুরু হয়। ইউপি সদস্য আলমগীর হোসেন বাবুল জানান, দুপুরে তাকে এমপি গ্রুপের লোকজন মারধর ও বাড়িতে হামলা করে। আরেক ইউপি সদস্য ও এমপি গ্রুপের টেলু পাটওয়ারী জানান, মঙ্গলবার তার ওপর হামলার ঘটনায় গতকাল দুপুরে বিচার হওয়ার কথা। উভয়পক্ষ ইউনিয়ন পরিষদে অবস্থান নেয়। এর পরই মারামারি শুরু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. হান্নান জানান, কার্ড নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর