এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের পর বোয়ালমারীর রুপাপাত গ্রাম ‘নরকে’ পরিণত হয়েছে। গত দুই দিন ধরে এ গ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০-২২টি ঘরবাড়ি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি আধাপাকা ঘর। অগ্নিসংযোগ করা হয়েছে ১০টি বাড়ি। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর প্রকাশ্যে চলছে লুটপাট। প্রতিপক্ষের লোকজন হামলার ভয়ে পালিয়ে থাকায় সুযোগে দিনের বেলায়ও চালানো হচ্ছে তা-ব। অভিযোগ আছে, হামলা-লুটপাট থেকে রেহাই পাচ্ছে না অনেক নিরীহ পরিবার। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে শতাধিক পরিবারের কয়েকশ’ সদস্য। সরেজমিনে গত বুধবার রুপাপাত গ্রামে গিয়ে দেখা যায় নৃসংশতার নানা চিহ্ন। গ্রামের অনেকে ভয়ে মুখ খুলতে চান না। কয়েকজন মুরব্বি জানান, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল তার চেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এখানে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, রুপাপাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল মোশাররফ মাস্টারের সঙ্গে ইউপি সদস্য ইলিয়াসের। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাদের বিরোধের জেরে গত ১৯ মে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোশাররফের পক্ষের বাকিয়ার নামে এক যুবক নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মোশাররফের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালায়। ওই দিন রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ১০টি বাড়ি। বাকিয়ার খুনের পর হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ইলিয়াসের সমর্থকেরা। এই সুযোগে চালানো হয় লুটপাট। দিনের বেলা লুটপাট করে মালামাল নসিমন-ভ্যানযোগে নিয়ে যেতে দেখা গেছে। যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস মেম্বার, বাবলু শেখ, নাসির শেখ, ওবায়দুর রহমান, রবিউল শেখ, নান্নু খান, সূর্য্য মিয়া, আহাদ খান। জানা যায়, প্রতিপক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় সুযোগসন্ধানী একটি পক্ষ দিনের বেলায়ও লুটপাট করে মালামাল নিয়ে যাচ্ছে। কেটে নেওয়া হচ্ছে মাঠ থেকে ফসলও। অনেক নিরীহ লোকের বাড়িতেও হামলা-লুটপাট হচ্ছে যারা কোনো পক্ষের লোক নয়। গ্রামটিতে পুলিশ প্রহরা থাকলেও তাদের উপস্থিতিতে এখনো লুটপাট চলছে বলেও অভিযোগ রয়েছে। বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খুনের ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। ওই গ্রামে মোতায়েন রাখা হয়েছে পুলিশ। হত্যাকা- এবং ঘরবাড়ি ভাঙচুরে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ
- বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিল গেটসের কেন অদম্য কৌতূহল
- পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত
- গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮
- টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্নের শঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা
- তিন দফা দাবিতে ২১ ঘণ্টা ধরে অনশনে জবির পাঁচ শিক্ষার্থী