এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের পর বোয়ালমারীর রুপাপাত গ্রাম ‘নরকে’ পরিণত হয়েছে। গত দুই দিন ধরে এ গ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০-২২টি ঘরবাড়ি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি আধাপাকা ঘর। অগ্নিসংযোগ করা হয়েছে ১০টি বাড়ি। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর প্রকাশ্যে চলছে লুটপাট। প্রতিপক্ষের লোকজন হামলার ভয়ে পালিয়ে থাকায় সুযোগে দিনের বেলায়ও চালানো হচ্ছে তা-ব। অভিযোগ আছে, হামলা-লুটপাট থেকে রেহাই পাচ্ছে না অনেক নিরীহ পরিবার। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে শতাধিক পরিবারের কয়েকশ’ সদস্য। সরেজমিনে গত বুধবার রুপাপাত গ্রামে গিয়ে দেখা যায় নৃসংশতার নানা চিহ্ন। গ্রামের অনেকে ভয়ে মুখ খুলতে চান না। কয়েকজন মুরব্বি জানান, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল তার চেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এখানে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, রুপাপাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল মোশাররফ মাস্টারের সঙ্গে ইউপি সদস্য ইলিয়াসের। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাদের বিরোধের জেরে গত ১৯ মে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোশাররফের পক্ষের বাকিয়ার নামে এক যুবক নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মোশাররফের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালায়। ওই দিন রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ১০টি বাড়ি। বাকিয়ার খুনের পর হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ইলিয়াসের সমর্থকেরা। এই সুযোগে চালানো হয় লুটপাট। দিনের বেলা লুটপাট করে মালামাল নসিমন-ভ্যানযোগে নিয়ে যেতে দেখা গেছে। যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস মেম্বার, বাবলু শেখ, নাসির শেখ, ওবায়দুর রহমান, রবিউল শেখ, নান্নু খান, সূর্য্য মিয়া, আহাদ খান। জানা যায়, প্রতিপক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় সুযোগসন্ধানী একটি পক্ষ দিনের বেলায়ও লুটপাট করে মালামাল নিয়ে যাচ্ছে। কেটে নেওয়া হচ্ছে মাঠ থেকে ফসলও। অনেক নিরীহ লোকের বাড়িতেও হামলা-লুটপাট হচ্ছে যারা কোনো পক্ষের লোক নয়। গ্রামটিতে পুলিশ প্রহরা থাকলেও তাদের উপস্থিতিতে এখনো লুটপাট চলছে বলেও অভিযোগ রয়েছে। বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খুনের ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। ওই গ্রামে মোতায়েন রাখা হয়েছে পুলিশ। হত্যাকা- এবং ঘরবাড়ি ভাঙচুরে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
হামলা লুট আগুনের গ্রাম রুপাপাত
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর