এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের পর বোয়ালমারীর রুপাপাত গ্রাম ‘নরকে’ পরিণত হয়েছে। গত দুই দিন ধরে এ গ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০-২২টি ঘরবাড়ি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি আধাপাকা ঘর। অগ্নিসংযোগ করা হয়েছে ১০টি বাড়ি। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর প্রকাশ্যে চলছে লুটপাট। প্রতিপক্ষের লোকজন হামলার ভয়ে পালিয়ে থাকায় সুযোগে দিনের বেলায়ও চালানো হচ্ছে তা-ব। অভিযোগ আছে, হামলা-লুটপাট থেকে রেহাই পাচ্ছে না অনেক নিরীহ পরিবার। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে শতাধিক পরিবারের কয়েকশ’ সদস্য। সরেজমিনে গত বুধবার রুপাপাত গ্রামে গিয়ে দেখা যায় নৃসংশতার নানা চিহ্ন। গ্রামের অনেকে ভয়ে মুখ খুলতে চান না। কয়েকজন মুরব্বি জানান, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল তার চেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এখানে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, রুপাপাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল মোশাররফ মাস্টারের সঙ্গে ইউপি সদস্য ইলিয়াসের। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাদের বিরোধের জেরে গত ১৯ মে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোশাররফের পক্ষের বাকিয়ার নামে এক যুবক নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মোশাররফের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালায়। ওই দিন রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ১০টি বাড়ি। বাকিয়ার খুনের পর হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ইলিয়াসের সমর্থকেরা। এই সুযোগে চালানো হয় লুটপাট। দিনের বেলা লুটপাট করে মালামাল নসিমন-ভ্যানযোগে নিয়ে যেতে দেখা গেছে। যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস মেম্বার, বাবলু শেখ, নাসির শেখ, ওবায়দুর রহমান, রবিউল শেখ, নান্নু খান, সূর্য্য মিয়া, আহাদ খান। জানা যায়, প্রতিপক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় সুযোগসন্ধানী একটি পক্ষ দিনের বেলায়ও লুটপাট করে মালামাল নিয়ে যাচ্ছে। কেটে নেওয়া হচ্ছে মাঠ থেকে ফসলও। অনেক নিরীহ লোকের বাড়িতেও হামলা-লুটপাট হচ্ছে যারা কোনো পক্ষের লোক নয়। গ্রামটিতে পুলিশ প্রহরা থাকলেও তাদের উপস্থিতিতে এখনো লুটপাট চলছে বলেও অভিযোগ রয়েছে। বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খুনের ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। ওই গ্রামে মোতায়েন রাখা হয়েছে পুলিশ। হত্যাকা- এবং ঘরবাড়ি ভাঙচুরে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!