বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কুবি শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া রাফী (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

-কুমিল্লা প্রতিনিধি

৯ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (মঙ্গলবার) বিকালে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে ওষুধের দোকান, কাপড়ের দোকান, ফার্নিচার ও ইলেকট্রনিক্সের দোকানসহ ৯টি দোকান পুড়ে যায়। -রায়পুর প্রতিনিধি

খাদ্যসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে প্রায় ৫ হাজার দুস্থ ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল। গতকাল সকালে বারদী ইউনিয়নের ২ নং ওয়াডের দলরদী গ্রামে করোনায় আক্রান্ত দুটি পরিবারের বাড়িতে তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, মুরগি, আপেল, মালটা, আঙ্গুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা, সংখ্যালঘুসহ উপজেলার বারদী ইউনিয়নে করোনার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

-সোনারগাঁও প্রতিনিধি

যুবলীগ কর্মীর খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সদস্য নিহত তাপস দাসের (২৯) খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ফরহাদ কমিশনার  প্রমুখ। বক্তারা তাপস হত্যার মূল আসামি মেয়র জুয়েলসহ সবাইকে গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় উপজেলার সর্বত্র দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুমকি দেন। -বাউফল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর