বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বস্তির বৃষ্টি চাষিদের রয়েছে শঙ্কাও!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্বস্তির বৃষ্টি চাষিদের রয়েছে শঙ্কাও!

গতকাল ভোররাত থেকে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আমনচাষিদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। তবে এই বৃষ্টি একটানা কয়েকদিন চললে নিচু জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বন্যার ধকল কাটিয়ে জমিতে আমনের চারা রোপণ করেছেন। কিন্তু গত কয়েকদিনের ভাদ্রের তালপাকা গরমে কৃষকরা সবাই চিন্তিত হয়ে পড়েছিল। খরায় আবার আমনের চারা শুকিয়ে না যায়। কিন্তু সোমবার রাতের বৃষ্টি কৃষকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। কৃষকরা জানান, এই বৃষ্টিতে আমন ধানের খুব উপকার হয়েছে। বৃষ্টি না হলে সেচ মেশিন দিয়ে ধানে পানি দিতে হতো। এতে খরচও বেড়ে যেত। তবে এই বৃষ্টি টানা কয়েকদিন চললে অথবা আবার বন্যা হলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গতকাল বেলা ৩টা পর্যন্ত ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (আজ) পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ৫ সেপ্টেম্বরের পর আরো বৃষ্টিপাত হতে পারে।

সর্বশেষ খবর