হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতি গতকাল দুপুরে মারা গেছেন। নিহতের নাম নুর ইসলাম (৫৫)। তিনি টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে। কারাগারের জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দী ছিলেন নুর ইসলাম। তার বিরুদ্ধে জিএমপি’র টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা ছিল।
-গাজীপুর প্রতিনিধি
সাপের কামড়ে মৃত্যু
গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে সাপের কামড়ে জহিরুল সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জহুরুল ছোটভাকলা ইউনিয়নের ইসহাক সরদারের ছেলে। -রাজবাড়ী প্রতিনিধি
ফ্রি মেডিকেল ক্যাম্প
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় বালিজুড়ী বাজারে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতাল ও জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে ১২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেন ডা. এমএম সানি ও ডা. মোস্তাক আহমেদ চৌধুরী। -মাদারগঞ্জ প্রতিনিধি
বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে বরিশালে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল নগরীর বিএম কলেজ রোডে কোতোয়ালি মডেল থানার বৈদ্যপাড়া বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
-নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিরাপত্তা চান শিক্ষিকা
শ্রীপুরে ফারজানা ইয়াসমিন নামে এক শিক্ষিকা দুই শিশু সন্তান সঙ্গে নিয়ে তাদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। ওই নারী উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল টেংরা এলাকায় তার বসতবাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি