রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পুলিশ ব্যবসায়ীদের সংঘর্ষ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে  সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্চ আদালতের নির্দেশে ৫২ অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এ সময় কক্সবাজার সদর থানার ওসি, যমুনা টিভির জেলা প্রতিনিধি নুরুল করিম রাসেল ও তিন সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। আহত রাসেলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার ও কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে প্রশাসনের যৌথ টিম। ব্যবসায়ীদের বিক্ষোভ থামাতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী ও তাদের লোকজন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামলে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের মালামাল সরিয়ে নিতে একদিনের সময় দেওয়া হয়। এদিকে, গত ১ অক্টোবর সমুদ্র সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ জনের স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া রুল ও স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই ৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদে কোনো বাধা নেই।

সর্বশেষ খবর