শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ক্যাম্পাসজুড়ে সাপ আতঙ্ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

করোনার করণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ঝোপঝাড়ে ভরে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বেড়েছে সাপের উপদ্রব। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে বিরাজ করছে সাপ অতঙ্ক। কর্তৃপক্ষের অবহেলা এবং দেখভালের অভাবেই এমন অবস্থা হয়েছে বলে দাবি আবাসিক শিক্ষকদের। করোনাভাইরাসের প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ হয়। তবে প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চলমান রয়েছে। ক্যাম্পাসে আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবার অবস্থান করছেন।  ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার না করায় তৈরি হয়েছে ঝোপঝাড়। আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ধ্যার পর বেরিয়ে আসছে সাপ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ২০টি সাপ মারা পড়েছে।

এছাড়া অনুষদ ভবন, জিয়া হল মসজিদে ওযুখানাসহ কয়েক জায়গায় সাপে বাচ্চা ও খোলস দেখা গেছে। ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ কয়েকজন সাপের কামড়ে মারা গেছে। বেশি আতঙ্ক রয়েছে ভবনগুলোর নিচু তলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মী চিন্ময় বলেন, দায়িত্ব পালনকালে অনেক সাপ মেরেছি। রাতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘গত আড়াই তিন মাস ইবির ঝোপঝাড় পরিষ্কার করা হয়নি। নতুন উপাচার্য স্যারের সঙ্গে পরামর্শ করে দ্রুত পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর