সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাঙনের মুখে চরলক্ষ্মীপুর গ্রাম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভাঙনের মুখে চরলক্ষ্মীপুর গ্রাম

আড়াইহাজারের মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। ফলে উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের পশ্চিম পাশে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে ওই গ্রামের ২০ পরিবার বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয়রা জানান, ভাঙন অব্যাহত থাকলে মেঘনায় বিলীন হয়ে যাবে ১০০ ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ ডেঙ্গুরকান্দি আশ্রয়ণপ্রকল্প, একটি প্রথমিক স্কুল, তিনটি মসজিদ, প্রস্তাবিত অর্থনৈতিক জোন, ঝাউকান্দী, হাটচকেরকান্দী ও ডেঙ্গুরকান্দি মৌজার ফসলি জমি। আড়াইহাজারের ইউএনও সোহাগ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বালু উত্তোলককারীরা পালিয়ে যায়। আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর